কানাডায় হাম রোগের পুনরুত্থানের পর এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য আলবার্টায় প্রিম্যাচুউর এক শিশু এ রোগে মারা গেছে। গত বছর দেশটিতে হামের পুনরুত্থান ঘটে। আলবার্টার স্বাস্থ্যমন্ত্রী আদ্রিয়ানা লাগ্রাঞ্জ এক বিবৃতিতে বলেন, গর্ভাবস্থায় মায়ের হাম ধরা পড়ে। পরে তার শিশুটিও জন্মের পরপরই মারা যায়। তার মৃত্যুর কারণও ছিল হাম।
গত জুনে কানাডায় আরও একটি প্রিম্যাচুউর শিশু হামে মারা যায়। তবে কর্তৃপক্ষ তখন বলেছিল শিশুটির অন্য চিকিৎসাজনিত জটিলতা ছিল। কিন্তু মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট করে জানায়নি। লাগ্রাঞ্জ তার বিবৃতিতে সতর্ক করে দেন, পাঁচ বছরের কম বয়সি শিশু, গর্ভবতী এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষ সবচেয়ে বেশি হামের ঝুঁকিতে রয়েছে। কানাডা ১৯৯৮ সালে টিকার মাধ্যমে হাম নির্মূলের ঘোষণা দেয়। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের নিউ ব্রান্সউইকে রোগটির প্রাদুর্ভাব শুরু হয়। -এএফপি