ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে গতকাল এ দণ্ড দেন আদালত। কারাদণ্ড দেওয়ায় এখন তাকে জেলে যেতে হবে। ফ্রান্সের কোনো শীর্ষ নেতার জন্য এটি নজিরবিহীন শাস্তি। নিকোলাস সারকোজির বিরুদ্ধে অভিযোগ ২০০৭ সালে নিজের নির্বাচনি ক্যাম্পেইনের জন্য সাবেক লিবীয় প্রেসিডেন্ট মোহাম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিল সারকোজির সহযোগীরা। সাবেক এ প্রেসিডেন্টের দণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা যাবে। তবে কবে থেকে এটি কার্যকর হবে সেটি নির্ধারণ করা হবে। প্রসিকিউটরদের বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপ্রধানকে যেন এক মাসের মধ্যে অবহিত করা হয় কখন তার দণ্ড কার্যকর শুরু হবে। সারকোজিকে এমন বিশেষ দণ্ড দেওয়া হয়েছে, আপিল করলেও তাকে কারাগারে যেতে হবে। -রয়টার্স ও বিবিসি
এদিকে আদালতের এ রায় দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সারকোজি। তিনি বলেছেন, আদালত যদি চায় তাকে জেলে ঘুমাতে হবে, জেলে ঘুমাব।