গাজায় যুদ্ধবিরতি আর জিম্মি মুক্তির আলোচনা ফের শুরু করার আগে দোহায় চালানো বিমান হামলার জন্য ইসরায়েলের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমার দাবি জানিয়েছে কাতার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বলছে, দোহায় এক বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই দাবিটি উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে। পরে বিষয়টি নিয়ে রুবিওর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরাইলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমারের বৈঠকে আলোচিত হয়। এ বিষয়ে অবগত একটি সূত্র জানায়, কাতার ইসরায়েলের কাছ থেকে এমন এক ধরনের ক্ষমাপ্রার্থনা মেনে নিতে পারে, যেখানে কেবল নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ থাকবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি প্রদান করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করে, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির জন্য কাতারের মধ্যস্থতা অপরিহার্য। এ কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে তেল আবিব ও দোহার মধ্যকার উত্তেজনা হ্রাসে কাজ করছে, যাতে আলোচনা ফের শুরু নিশ্চিত করা যায়।