রাশিয়ার পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেন লাইনচ্যুত ও একটি রেললাইনে বিস্ফোরণ ঘটেছে। এতে মোট চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত থেকে রবিবার (গতকাল) ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ এলাকায় স্থানীয় সময় গতকাল ভোরে দুটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে একজন চালক নিহত হয়েছেন এবং রেল চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। এ দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শনিবার রাতে পশ্চিমাঞ্চলীয় অরিয়ল অঞ্চলে রেললাইনের একটি অংশে বিস্ফোরণে তিনজন নিহত হন। লেনিনগ্রাদের গাতচিনা জেলায় সেমরিনো স্টেশনের কাছে একটি ডিজেলচালিত লোকোমোটিভ লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজ চলছে বলে টেলিগ্রামে লিখেছেন গভর্নর আলেকজান্ডার দ্রজদেনকো। তিনি আরও জানান, ট্রেনের চালক কেবিনে আটকা পড়েছিলেন। মুক্ত করার পর অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অযাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, একটি বগি লাইন থেকে কয়েক মিটার দূরে উল্টে পড়ে আছে। এর আগে গভর্নর জানান, দক্ষিণে আরেকটি স্থানে ১৫টি খালি তেলের ট্যাংকবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তকারীরা সম্ভাব্য নাশকতার দিকটি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন গভর্নর। রাশিয়ার রেল নেটওয়ার্কে একের পর এক লাইনচ্যুতি, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে, যেগুলোর জন্য কর্তৃপক্ষ ইউক্রেনীয় নাশকতাকে দায়ী করছে। কিয়েভ সাধারণত এসব ঘটনার দায় স্বীকার করে না। তবে এ ধরনের হামলায় তারা উল্লাস প্রকাশ করে থাকে। ইউক্রেনের দাবি, রাশিয়া রেলপথ ব্যবহার করে সেনা ও জ্বালানি সরবরাহ করে ইউক্রেনে লড়াইরত বাহিনীর কাছে।