পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীদের মধ্যে যাদের শরণার্থী সংক্রান্ত প্রয়োজনীয় নথি নেই, তাদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগের আলটিমেটাম দিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের স্বারাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী এই আলটিমেটাম ঘোষণা করেছেন। শুক্রবার রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান দশকের পর দশক ধরে অতুলনীয় আতিথেয়তা দেখিয়েছে, কিন্তু এখন সময় এসেছে দেশের অভিবাসন সংক্রান্ত আইন কড়াকড়িভাবে আরোপের। যেসব আফগানের শরণার্থী হিসেবে বসবাসের জন্য বৈধ কাগজপত্র নেই, তাদের অবশ্যই ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়তে হবে। অন্যথায় ৩০ এপ্রিলের পর থেকে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে।’-রয়টার্স
‘আমরা আমাদের আফগান ভাই-বোনদের গত ৪০ বছর ধরে খোলা হৃদয়ে স্বাগত জানিয়েছি। কিন্তু বিশ্বের কোনো দেশই ভিসাহীন বিদেশিদের অবস্থান বরদাস্ত করে না এবং পাকিস্তান অন্যান্য দেশ থেকে ব্যাতিক্রম নয়।’ সংবাদ সম্মেলনে তালাল চৌধুরী আরও জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার শিগগিরই একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাবুল সফরে যাচ্ছেন। সেখানে ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করবেন তিনি।
সরকারি হিসাব অনুসারে পাকিস্তানে বসবাস করছেন প্রায় ২৫ লাখ আফগান অভিবাসী। এদের মধ্যে ১৫ লাখ অভিবাসীর বসবাসের পক্ষে বৈধ নথিপত্র রয়েছে, বাকিরা নথিবিহীন। বাস্তবে এ সংখ্যা অবশ্য আরও অনেক বেশি। এ আফগানদের একটি বড় অংশ পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন আফগানিস্তানে রুশ বাহিনীর সামরিক অভিযানে সময়। ১৯৭৯ সাল থেকে ’৮৯ সাল পর্যন্ত আফগানিস্তানে অভিযান চালিয়েছিল রুশ বাহিনী। গত ৩৫-৩৬ বছরে এই অভিবাসীদের কারণে পাকিস্তানে তেমন কোনো সমস্যা না ঘটলেও ২০২২ সাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে।