ইয়েমেনের গৃহযুদ্ধে গত ১০ বছরে ৫০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। দেশটিতে মারাত্মক মানবিকসংকট তৈরি হয়েছে। হুতি বিদ্রোহীদের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বার্তা সংস্থাটি জানায়, ইয়েমেনে গৃহযুদ্ধ ২০১৪ সালে শুরু হয়। সে বছরের সেপ্টেম্বর মাসে রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। পরবর্তীতে, মার্চে একাধিক আরব দেশ ‘ডিসিসিভ স্টর্ম’ নামের যৌথ অভিযান শুরু করে হুতিদের বিরুদ্ধে। গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহী এএফপিকে জানিয়েছেন, যুদ্ধের প্রভাব ইয়েমেনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে পড়েছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে। এ ছাড়া জ্বালানিসংকট স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও খারাপ করেছে। -এএফপি