ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকের প্রাক্কালে তাঁর প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তাঁর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, শুক্রবার সকালে আমাদের একটি খুব ভালো বৈঠক হবে। আমরা সত্যিই ভালোভাবে এগিয়ে যাব।’ সম্প্রতি জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি তিনি যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করেন এবং এর আগে শান্তি আলোচনা শুরু না করার জন্যও তাঁকে তিরস্কার করেন।
ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউক্রেনকে দেওয়া ওয়াশিংটনের কোটি কোটি সামরিক ও অন্যান্য সহায়তার সমালোচনা করে আসছেন। কিন্তু খনির অধিকার নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রত্যাশায় এক বৈঠকের আগে ভিন্ন সুর গ্রহণ করেছেন। এএফপি
ওয়াশিংটনের সমর্থনের ক্ষতিপূরণ হিসেবে ট্রাম্প কর্তৃক প্রস্তাবিত এ চুক্তি স্বাক্ষরিত হলে ইউক্রেনের খনিজ সম্পদের বেশির ভাগ অংশই মার্কিন যুক্তরাষ্ট্র পাবে।
ট্রাম্প বলেন, ‘আমরা তাঁকে প্রচুর সরঞ্জাম এবং প্রচুর অর্থ দিয়েছি, কিন্তু তারা খুব সাহসের সঙ্গে লড়াই করেছে।’ তিনি আরও বলেন, ‘কাউকে না কাউকে সেই সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং তারা সেই অর্থে খুব সাহসী।’
ট্রাম্প ফেব্রুয়ারির শুরুতে ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে তাঁর প্রশাসন পশ্চিমা অংশীদারদের চমকে দেন।
ট্রাম্প নির্বাচিত ইউক্রেনীয় নেতাকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেন ও তাঁর সমালোচনা করেন। ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে এ মাসে এক পোস্টে তাঁর করা মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি কি এটা বলেছি? আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি এটা বলেছি।’ সূত্র : এএফপি।