ওয়াশিংটনের নানামুখী সহায়তা সত্ত্বেও ইউক্রেনের পক্ষ থেকে ‘কৃতজ্ঞতার ঘাটতি’ রয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তার জন্য ওয়াশিংটন ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কিয়েভ কৃতজ্ঞ।
ওই বার্তায় তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের প্রতি, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ইউক্রেন কৃতজ্ঞ। ক্ষেপণাস্ত্র দেওয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেনের নাগরিকদের প্রাণ রক্ষা করছে।
জেলেনস্কি ইউরোপ, জি–৭ ও জি–২০ দেশগুলোর সহায়তার জন্যও ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সমর্থন অব্যাহত থাকা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে সতর্কতার সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন। টেলিগ্রাম বার্তায় লেখেন, শান্তির জন্য প্রতিটি ধাপ, প্রতিটি বিষয়ের ওপর খুব সতর্কভাবে কাজ করছি। সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে, যেন এই যুদ্ধ সত্যিকার অর্থেই শেষ করা যায়। ভবিষ্যতেও এমন যুদ্ধ যেন আর না ঘটে।
সূত্র: রয়টার্স, মস্কো টাইমস
বিডি-প্রতিদিন/এমই