চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ায় সাপের ছোবলে মো. বাবুল (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাবুল উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়া এলাকার মরহুম নুরুল আজিমের ছেলে।
বাবুলের আত্মীয় মামুনুর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, সোমবার রাত ৮টার দিকে কাজ শেষে বাবুল বাড়িতে ফিরে নিজের ঘরের বাঁশের বেড়ায় সরঞ্জাম গুঁজে রাখছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ তাকে ছোবল দেয়। তবে সাপটি দেখা যায়নি।
এরপর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল