গাজায় ইসরায়েলের চলা আগ্রাসনের কড়া সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতা বিশ্ব কোনদিন ভুলবে না, ভোলা যাবে না। তাদের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘গাজার অবস্থা ভয়াবহ। তারা গর্ভবতী নারী, সদ্যোজাত শিশু, তরুণ-তরুণী, পুরুষ ও নারী, অসুস্থ ও গরিব সবাইকে হত্যা করেছে। এটি কীভাবে ভুলে যাওয়া সম্ভব?’
গাজায় ইসরায়েলের ভূমিকাকে তিনি ‘গণহত্যামূলক’ আখ্যা দেন এবং বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এটি ইতিহাস ভুলে যাবে না।’
তিনি আরও বলেন, “এটি হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে ভুলে যাওয়া যাবে না।”
মাহাথির বিস্ময় প্রকাশ করে বলেন, যারা নিজেরাই নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছেন, তারা কীভাবে একই ধরনের নৃশংসতা অন্যদের ওপর চাপিয়ে দিতে পারেন!
তিনি বলেন, “আমি ভেবেছিলাম, যারা এমন কষ্ট ভোগ করেছে তারা অন্যদের ওপর তা চাপাতে চাইবে না,”
মাহাথির মোহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে। শতবর্ষেও তার অবস্থান অটল—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও বলিষ্ঠ কণ্ঠ। সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/নাজিম