চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।
এবার মোট ৯০৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন এবং হল সংসদের ১৬টি পদে রয়েছেন ৪৮৬ জন প্রার্থী।
ইতোমধ্যে ১২টি প্যানেল ঘোষণা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যে প্রায় সবগুলো প্যানেলই ইশতেহার প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ছুটি পড়ায় প্রচারণায় ভাটা পড়েছে। তবুও প্রার্থীরা অনলাইনসহ নানা উপায়ে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন।
প্রার্থীদের ইশতেহারে উঠে আসছে- আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনের উন্নয়ন, ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তার মতো নানা প্রতিশ্রুতি।
শিক্ষার্থীরা বলছেন, “আমরা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চাই।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ