শুক্রবার সাপ্তাহিক ছুটিতে দেশের জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা ভিড় জমান সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী ও ইনানী পয়েন্টসহ কক্সবাজারে উল্লেখযোগ্য পর্যটন স্পটে। ৩ নম্বর সতর্ক সংকেতে সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের বারবার সতর্ক লাইফ গার্ড কর্মীরা।
সৈকতের বালিয়াড়ি থেকে শুরু করে নোনাজল সবখানে মানুষ আর মানুষ। এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে মেতেছেন আনন্দ-উল্লাসে।
শরতের সুন্দর প্রকৃতিও যেন তাদের সঙ্গী হয়েছে ভিন্ন ভিন্ন রূপে। কখনও ঝলমলে রোদ, কখনও বা নীল আকাশ ছুঁয়ে উত্তাল ঢেউ, আবার কখনও হঠাৎ বৃষ্টি নেমে আসে সৈকত জুড়ে। এসময় কেউ বৃষ্টিতে ভিজে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলায় মেতে উঠেন, কেউ আবার ছাতার নিচে বসে সমুদ্রের বাহারি রূপ দর্শনে কাটান সময়।
চট্রগ্রাম থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা জিসান জানান, কক্সবাজারের সৌন্দর্য সবসময়ই মন কাড়ে। তবে আজকের অভিজ্ঞতা আলাদা। কখনও রোদে ঝলমলে সৈকত, আবার হঠাৎ বৃষ্টিতে ভিজে ওঠা সমুদ্র এ এক অনন্য অনুভ‚তি।
এদিকে কক্সবাজারসহ দেশের ৪ সমুদ্র বন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে। কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার অদূরে উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘনীভ‚ত হতে পারে।
সৈকতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। লাইফগার্ডও পর্যটকদের নিরাপদে সমুদ্রে নামতে নানা দিকনির্দেশনা দিচ্ছেন।
সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান গণি জানান, সমুদ্রসৈকতে বর্ষাকালে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সমুদ্রও উত্তাল রয়েছে। তাই পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।
এদিকে সেন্টমার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কক্সবাজার-ঢাকা রুটে। ফলে ওই সময়ের লম্বা ছুটিতে আরো ব্যাপক হারে পর্যটক আসবে বলে আশাবাদী পর্যটক সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/এএম