চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি ও মজুদের অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান শেষে মামুনুল হাসান জানান, ভোক্তার অভিযানে আকন্দবাড়িয়া গ্রামের মেসার্স কামরুল ট্রেডার্সে নকল সার বিক্রি ও মজুদের প্রমাণ মেলে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।
তিনি জানান, এক মাস আগে কামরুল ট্রেডার্সে অভিযান চালিয়ে নকল সন্দেহে আট বস্তা সার জব্দ করা হয় এবং পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি এ সারের বিষয়ে পরীক্ষাগারের প্রতিবেদন হাতে এসেছে। যাতে ওই সার নকল বলে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম