ভারতের নাগপুরে অখিল ভারতীয় মহানুভব পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। সেখানে ভাষণে তিনি বলেন, যে ব্যক্তি অন্যদের বোকা বানাতে পারেন, তিনি তত বড় নেতা হতে পারেন।
প্রবীণ নেতা ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী জানালেন, সফল রাজনীতিক হতে গেলে অন্যদের বোকা বানানোর ক্ষমতা থাকতে হবে। যে নেতা বেশি বোকা বানাতে পারেন, তিনি তত সফল।
তার এই কথার পরই শুরু হয় সমালোচনা। ভারতের বিরোধীরা খোঁচা দেন নিতিনের ইঙ্গিত কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে?
নিতিন বলেছেন, যে ব্যক্তি অন্যদের বোকা বানাতে পারেন, তিনি তত বড় নেতা হতে পারেন। বিতর্ক আরও উস্কে দিয়ে নিতিনের সংযোজন, যে ময়দানে আমি কাজ করি।
ওই কর্মসূচিতে গডকড়ী জানিয়েছেন, জীবনে প্রচুর মানুষ তাঁকে উদ্বুদ্ধ করেছেন। তাঁদের মধ্যে এক জন ছিলেন ওই সংগঠনের উদ্যোক্তা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, চক্রধর স্বামী আমায় শিখিয়েছেন সত্যকথনের উপকারিতা, অহিংসা, শান্তি, মানবতা, সাম্য— জীবনের জরুরি সমস্ত শিক্ষা। গডকড়ী বলেছেন, কাউকে কষ্ট না দেওয়া, অপমান না-করা জরুরি শিক্ষা। যদিও তাঁর ওই বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেসের কটাক্ষ, বিজেপি বলে থাকে মোদীজি বিশ্বের সবচেয়ে বড় নেতা। নিতিন কি তাঁকে উদ্দেশ্য করে এ সব বললেন? অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অন্তর থেকে সত্যি বলতে ভুলে যাচ্ছে মানুষ।’
এর আগে একটি সভায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন গডকড়ী। তিনি বলেছিলেন, রুটিনমাফিক নিয়োগের জন্যেও অনেকে ঘুষ নেন। শিক্ষা দফতরের অন্দরে কী হয় আমি খুব ভাল করেই তা জানি। এই দুর্নীতিগ্রস্ত পরিস্থিতিতে কী ভাবে রাস্তাঘাট তৈরি হয় তা-ও জানি।
বিডি প্রতিদিন/নাজমুল