বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এ সময় হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে শাস্তি দেওয়া এবং ঘটনার দায়ভার নিয়ে উপাচার্যদের পদত্যাগের দাবি জানান সংগঠনের নেতারা।
সোমবার দুপুর দেড়টায় অনুষদ ভবন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি জানাই। যারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে গোপন সংগঠন চালাচ্ছে, আমরা তারও তীব্র নিন্দা জানাই।”
বিডি প্রতিদিন/হিমেল