‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীর বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় বেসরকারী সংস্থা বেসিক-এর উদ্যোগে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী, আলোচনা সভা এবং প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের মাঝে মেহগিনি ও দেশি নিম গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় গান, নাচ ও আবৃতিও অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য আফজাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিক-এর নির্বাহী পরিচালক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকারসহ শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্যামল চন্দ্র সরকার বলেন, শিশু ও অভিভাবকদের মাঝে বিতরণকৃত মেহগিনি ও দেশি নিম গাছের চারা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত দেশি নিম গাছ বায়ুদূষণ কমাতে সহায়ক এবং এর ভেজস ঔষধি গুণও রয়েছে। অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে একটি করে নিম ও মেহগিনি গাছ রোপণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল