বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় পালন করা হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। সোমবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয়সহ বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
দিনের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। তারা বলেন, দেশে যেন আর কখনও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশু নির্যাতন, দুর্নীতি ও টাকা পাচারের মতো ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপির মূল লক্ষ্য জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সেই লক্ষ্যে নতুন করে অঙ্গীকার করেন নেতারা।
বিডি প্রতিদিন/মুসা