দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের জলমহালে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রায় ১৭ মন বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম উপস্থিত থেকে মাছ অবমুক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশের দীর্ঘতম দিঘী রামসাগর পর্যটন বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই এখানে বরশি দিয়ে মাছ ধরতে আগ্রহী মানুষের জন্য সুযোগ সৃষ্টি করতে। রামসাগরের মাধ্যমে দিনাজপুরকে আরও ভালোভাবে পরিচিত করতে আমরা কয়েক ধাপে মোট ১৩০ মন মাছ অবমুক্ত করেছি। এর মধ্যে রয়েছে রুই, কাতলা, সিলভার কার্প, বিগহেড, কালিবাউস ইত্যাদি।”
এসময় জেলা প্রশাসকসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর ই আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, এনডিসি অভ্র জ্যোতি বড়াল, দিনাজপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, জেলা প্রশাসনের সহকারি কমিশনারবৃন্দ, জেলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মোঃ খায়রুল আলম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল