ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই শেষ মুহূর্তে আদালতে রিট আবেদন করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
উমামা ফাতেমা বলেন, ডাকসু নির্বাচনের ভোটার তালিক প্রণয়ন হয়েছে ১১ আগস্ট, প্রার্থিতা নেওয়া ও প্রত্যাহার হয়েছে ২৫ আগস্ট পর্যন্ত। ওই গোষ্ঠী চাইলে ওই সময়ের মধ্যে রিট করতে পারতো। কিন্তু ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে, তখন তারা হাইকোর্টে রিট করেছে। আমরা মনে করি, এটা একটা ষড়যন্ত্রের অংশ। পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শেষ মুহূর্তে এসে এই রিট করা হয়েছে।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের আর মাত্র আট দিন বাকি। এমন সময়ে এসে একটি রিটের জের ধরে হাইকোর্ট একটি আদেশে ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে। এর প্রতিবাদে আমরা একটি মিছিল করেছি এবং আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণ হয়েছে জানিয়ে উমামা বলেন, গতকাল রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর একই উপায়ে হামলা হয়েছে।
তিনি বলেন, আমরা মনে করি, গত কয়েক মাস ধরে যখন ডাকসু, চাকসু, রাকসুসহ নানা ছাত্র সংসদ নির্বাচনের রব উঠছিল এবং বিশ্ববিদ্যালয়গুলো গণতান্ত্রিক রূপান্তরের পথে ধাবিত হচ্ছিল, তখন আমাদের ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠছে।
উমামা বলেন, গতকাল দুই বিশ্ববিদ্যালয়ে হামলার জের ধরে আজ যখন ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়েছিল, আমি মনে করি এটা একই ধরনের ষড়যন্ত্রের ধারাবাহিকতা।
একটি শক্তি নানা উপায়ে বিশ্ববিদ্যালয়গুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে অভিযোগ করে এই প্রার্থী বলেন, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে, তারাই ডাকসু নির্বাচনকে নানাভাবে বন্ধের চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/নাজমুল