মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। তবে সেই জবাবে ক্ষোভ নয়, বরং ঠান্ডা ব্যঙ্গই ফুটে উঠেছে।
সম্প্রতি গাজা অভিমুখী ত্রাণবহর ‘সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ায় থুনবার্গকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। শুক্রবারের ঘটনায় তাঁর সঙ্গে আরও চার শতাধিক কর্মীকে আটক করা হয়। পরে ১৩০ জনকে তুরস্কে এবং থুনবার্গকে গ্রিস হয়ে স্লোভাকিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “সে (থুনবার্গ) ঝামেলাবাজ। এখন আর পরিবেশ নিয়ে কাজ করছে না, অন্য কিছুর মধ্যে ঢুকে পড়েছে। ওর ডাক্তার দেখানো দরকার। রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে।”
এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেন থুনবার্গ। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন “ডোনাল্ড ট্রাম্প আমার চরিত্র নিয়ে এমন প্রশংসনীয় মন্তব্য করেছেন জেনে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর উদ্বেগের জন্য ধন্যবাদ।”
তবে এখানেই থামেননি তিনি। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ট্রাম্পকে উদ্দেশ করে থুনবার্গ আরও লেখেন “মাননীয় প্রেসিডেন্ট, তথাকথিত এই ‘অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা’ মোকাবিলার বিষয়ে যদি আপনার কোনো উপদেশ থাকে, আমি তা শ্রদ্ধার সঙ্গে শুনব। আপনার অতীত অভিজ্ঞতা দেখে তো মনে হয়, আপনিও হয়তো এ বিষয়ে যথেষ্ট পারদর্শী!”
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট ভাইরাল হয়েছে মুহূর্তেই। কেউ কেউ একে থুনবার্গের “শান্ত অথচ তীক্ষ্ণ পাল্টা আঘাত” বলে আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে থুনবার্গের ‘বাকযুদ্ধ’ নতুন নয়। জলবায়ু আন্দোলন, নোবেল মনোনয়ন ও জাতিসংঘে বক্তৃতা নিয়ে এর আগেও এই দুই ব্যক্তিত্বের মধ্যে উত্তপ্ত বাক্যযুদ্ধ হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক