চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দি ছয় ভারতীয় নাগরিক আদালতে দায় স্বীকারের আবেদন করেছেন। তাদের নিযুক্ত আইনজীবী একরামুল হক পিন্টু জানান, গত রবিবার (৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে এই আবেদন করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন।
এ বিষয়ে একরামুল হক পিন্টু বলেন, মামলায় পুলিশ চার্জশীট দিয়েছে এবং আমলী আদালত থেকে মামলাটি বিচারিক আদালতে বদলি হয়েছে। আসামিরা অবৈধ অনুপ্রবেশের অপরাধ স্বীকার করে পুশব্যাকের মাধ্যমে নিজ দেশে ফেরত যেতে চাচ্ছেন। এছাড়া একজন আসামি অন্তঃসত্ত্বা নারী হওয়ায় মানবিক দিক বিবেচনায় যত দ্রুত সম্ভব তাদের রিলিজ দেয়ার জন্য আদালতের সহানুভূতি চাওয়া হয়েছে। আদালত আবেদনটি নথিভুক্ত করে আগামী ২৩ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেছেন।
জানা গেছে, গত ২৪ জুন দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা এক নারীসহ ছয়জনকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে এবং ২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে। পুশইনকৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার মো. দানেশ, তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা সোনালী বেগম ও সন্তান সাব্বির, এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান।
তাদের কাছে থাকা আধার কার্ড ও ভোটার পরিচয়পত্র অবৈধ অভিবাসীর তকমা থেকে রক্ষা করতে পারেনি। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ওই ভারতীয় নাগরিকরা বিভিন্ন স্থানে ঘুরে চাঁপাইনবাবগঞ্জে বসবাস করছিলেন। পরে ২০ আগস্ট পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।
এ ঘটনায় বাংলাদেশে পুশইন করা আট মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুনসহ দুই পরিবারের ছয় সদস্যকে চার সপ্তাহের মধ্যে দেশে ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারা বীরভূমের স্থায়ী বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া মামলাটি এসআই রাজু আহমেদ তদন্ত করেছেন এবং আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এসআই রাজু আহমেদ বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, অবৈধ অনুপ্রবেশের মামলায় আসামির নিজের স্বীকারোক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অপরাধীর সাক্ষ্য হিসেবে কাজ করে এবং বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়। এই মামলায় সাজা হিসেবে শুধু কারাদণ্ড নয়, অন্যান্য আইনগত শাস্তি যেমন জরিমানা ও অন্যান্য বিধিও প্রযোজ্য হতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল