ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে শুক্রবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতির কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী (২০১০-২০১৪) নিকোলাই আজারভ। রুশ
সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আজারভ বলেন, “আমার সিদ্ধান্ত হলে আমি তাকে (জেলেনস্কি) আমন্ত্রণই জানাতাম না, কারণ তিনি এক ‘পুতুল’ চরিত্র। তিনি নিজে কোনও সিদ্ধান্ত নেন না, বরং যা বলা হয় তাই করেন।”
তার মতে, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ট্রাম্পের যথেষ্ট ক্ষমতা রয়েছে জেলেনস্কিকে চাপ দেওয়ার জন্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ আগস্ট জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করার আশা করছেন। পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও এ তারিখ ও স্থান নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে দুই নেতা ইউক্রেন সংকটের স্থায়ী সমাধানের পথ নিয়ে আলোচনা করবেন। এছাড়া ক্রেমলিন আশা করছে, আলাস্কা বৈঠকের পর দুই নেতা রাশিয়ার মাটিতেও বৈঠক করবেন।
তাসকে দেওয়া তথ্যমতে, ১২ আগস্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে, আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে জেলেনস্কির উপস্থিতির সম্ভাবনা নেই। সূত্র: তাস
বিডি প্রতিদিন/একেএ