আমেরিকার ইউএস স্টিল ক্ল্যায়ারটন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছে। নিখোঁজ আরও ২। আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় সোমবার সকাল ১১টার একটু আগে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি প্ল্যান্টের রিভার্সিং রুমের ১৩/১৫ ব্যাটারির ভেতরে ঘটেছে। এই অংশটি কয়লা সমানভাবে পোড়ানোর জন্য যান্ত্রিক নিয়ন্ত্রকের কাজ করে। বিস্ফোরণের পর পরই জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছিলেন বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হলেও আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্থানীয় হাসপাতালগুলো থেকে জানা গেছে, বেশ কয়েকজন রোগীকে ভর্তি করা হয়েছে। ইউপিএমসি মার্সি হাসপাতালে দুজন এবং জেফারসন হাসপাতালে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া, অ্যালেগেনি জেনারেল হাসপাতাল ও ফোর্বস হাসপাতালেও আহতদের চিকিৎসা চলছে।
ক্ল্যায়ারটনের মেয়র রিচার্ড ল্যাট্টানজি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মিলটি ক্ল্যায়ারটনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি অত্যন্ত দুঃখের দিন। অনেকে হয়তো তাদের স্বামী বা সন্তানকে আর দেখতে পাবে না।
বর্তমানে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
সূত্র: সিবিএস
বিডি প্রতিদিন/নাজমুল