বন্দুকধারীর গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ চারজনের বিদেহি আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির মিডটাউনে ব্রায়ান পার্কে আন্তঃধর্মীয় প্রার্থনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল এবং সিটি মেয়র এরিক এডামসসহ বিভিন্ন ধর্মের দেড় শতাধিক আমেরিকান এতে অংশ নেন।
২৮ জুলাই সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটানে পার্ক এভিনিউর (৫১ এবং ৫২ স্ট্রিটের মধ্যে) একটি ভবনে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে দিদার ছাড়াও মারা যান তিন জন। তারা হলেন আবাসন ও অর্থনীতি নিয়ে বিশ্বব্যাপী কর্মরত ব্ল্যাকস্টোনের নির্বাহী কর্মকর্তা ওয়েসলি লিপাটনার, ভবনটির সিকিউরিটি অফিসার এলান্ড ইতিয়েনা এবং অর্থ-সম্পদ নিয়ে গবেষণা ও পরামর্শক সংস্থা রুডিন কোম্পানির অফিসার জুলিয়া হাইম্যান।
এই প্রার্থনা সমাবেশে অশ্রুসিক্ত কণ্ঠে মেয়র এডামস বলেন, এমন নিষ্ঠুর আচরণ ঠেকাতে আইনের প্রয়োগ ঘটিয়ে যতটা সম্ভব তার চেয়ে অধিক শক্তিশালী হতে পারে সৃষ্টিকর্তার করুণা প্রার্থনার মাধ্যমে। এজন্যেই এখন সময় হচ্ছে কায়মনোবাক্যে প্রার্থনা করার। শান্তি-সম্প্রীতির সমাজ গঠনের মধ্যদিয়ে হিংসা-বিদ্বেষের পরিসমাপ্তি ঘটানোর পথ সুগম হবে। শোকার্ত মানুষের স্বতঃস্ফুর্ত এই প্রার্থনা সমাবেশে আনা হয় নিহত চারজনের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্যে ৮টি ফুলের ডালা।
এদিকে, ২৯ জুলাই অপরাহ্নে হাসপাতালের মর্গ থেকে দিদারুল ইসলাম দিদারের মরদেহ ব্রঙ্কসে পার্কচেস্টার মসজিদে আনা হলে শোকার্ত প্রবাসীসহ স্বজনের আহাজারিতে গোটা পরিবেশ ভারি হয়ে পড়ে। ব্রঙ্কসেই ক্রয়কৃত একটি বাড়িতে মা-বাবা-স্ত্রী-সন্তান নিয়ে বাস করতেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের সন্তান দিদারুল ইসলাম। কর্মস্থলের উদ্দেশ্যে গৃহত্যাগের ২৪ ঘণ্টা পর স্বজনেরা পেল তার লাশবাহী কফিন।
স্থানীয় সময় ৩১ জুলাই বৃহস্পতিবার বেলা দেড়টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদে দিদারের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষে জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তারা জানাজায় অংশগ্রহণের জন্যে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপার পক্ষ থেকে জানানো হয়েছে যে, জানাজার পর তার লাশ দাফন করা হবে নিউজার্সির টটোয়া সিটিতে অবস্থিত ‘লোরেল গ্রোভ সিমেট্রি’তে ।
এদিকে, দিদারের পেশার প্রতি নিষ্ঠা, বিরুত্বপূর্ণ ও সাহসি ভূমিকার জন্যে তার লাশ দাফনের আগেই ডিটেকটিভ হিসেবে পদোন্নতি প্রদানের জন্যে সিটি মেয়র এবং পুলিশ কমিশনারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্টিক্ট লিডার অ্যাট লার্জ এবং ইমিগ্রেশনের খ্যাতনামা আইনজীবী এটর্নি মঈন চৌধুরী। মরণোত্তর পদোন্নতির এমন ঘটনা এর আগে অনেকের ক্ষেত্রেই ঘটেছে।
এদিকে দিদারুল ইসলাম দিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিনেটর চাক শ্যুমার।
বিডি প্রতিদিন/নাজমুল