দুবাই থেকে কাঠমান্ডুগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটকে লখনউ বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিলো, জ্বালানি স্বল্পতার সতর্কতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়।
তবে বিমান সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, কাঠমান্ডুর প্রতিকূল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাই দুবাইয়ের এক মুখপাত্র খালিজ টাইমসকে বলেছেন, কাঠমান্ডুর প্রতিকূল আবহাওয়ার কারণে ১৫ এপ্রিল দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া ফ্লাই দুবাইয়ের ফ্লাইট এফজেড ১১৩৩ লখনউ আন্তর্জাতিক বিমানবন্দরে (এলকেও) ঘুরিয়ে দেওয়া হয়েছিল। যাত্রীদের নাস্তা সরবরাহ করা হয়েছিল এবং স্থানীয় সময় সকাল ১০.১৫টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে তাদের যাত্রা পাঠানো হয়।
যাত্রীদের অসুবিধার জন্য বিমান সংস্থা ক্ষমা চেয়েছে। তারা বলেছে, যাত্রীদের ভ্রমণের সময়সূচিতে সৃষ্ট অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
নেপালে বিস্তৃত আবহাওয়া সতর্কতার মধ্যে এই পরিবর্তন আনা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস বিভাগ (এমএফডি) পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে কোশি প্রদেশে মেঘলা আকাশ, বজ্রঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উচ্চ-উচ্চতা এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।
সড়ক পরিবহন এবং বিমান চলাচলসহ দৈনন্দিন জীবনে সম্ভাব্য ব্যাঘাতের কারণে কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল