সৌদি আরবের জেদ্দায় সিরিয়া ও লেবাননের মধ্যে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি প্রেস এজেন্সির (SPA) প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষর করেন।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মুরহাফ আবু কাসরা, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মিশেল মেনাসা ও তাদের সঙ্গে থাকা নিরাপত্তা প্রতিনিধি দল অংশ নেন। মূলত, দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য।
সম্প্রতি সীমান্ত সহিংসতায় ১০ জন নিহত হওয়ার প্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরিত হলো। বৈঠকে সীমান্ত চিহ্নিতকরণ, সিরিয়া-লেবানন সীমান্তের জন্য বিশেষ কমিটি গঠন এবং নিরাপত্তা ও সামরিক হুমকি মোকাবিলায় সমন্বয় জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিরিয়া ও লেবাননের প্রতিরক্ষা মন্ত্রীরা সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্টি জানান। তারা ভবিষ্যতে সৌদি আরবে আরেকটি বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন।
এদিকে, সিরিয়ার অনুরোধে লেবাননের মন্ত্রী মেনাসার পূর্বনির্ধারিত দামেস্ক সফর স্থগিত করা হয়। এক সিরীয় সূত্র জানিয়েছে, দামেস্কে নতুন সরকার গঠনের প্রস্তুতির কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়। তবে এক লেবানিজ কর্মকর্তা নিশ্চিত করেছেন, এ সিদ্ধান্তের সঙ্গে কোনো দ্বন্দ্বের সম্পর্ক নেই।
এ বছরের মার্চের শুরুতে সিরীয় কর্তৃপক্ষ অভিযোগ করে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননের ভেতর থেকে তিন সিরীয় সেনাকে অপহরণ ও হত্যা করেছে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে। পরবর্তীতে সীমান্তে সহিংসতায় সাতজন লেবানিজ নিহত হন।
বিডিপ্রতিদিন/কবিরুল