অন অ্যারাইভাল ভিসা ইস্যুর জন্য নতুন অ্যাপ চালু করেছে পাকিস্তান। অ্যাপটির নাম পাক আইডি। মূলত পাকিস্তানে ভ্রমণ সহজ ও সুবিধাজনক করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। বিভিন্ন দেশের নাগরিকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
পাকিস্তানের ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি অ্যাপটি তৈরি করেছে। এর মধ্যমে ব্যবসায়িক ও পর্যটন ভিসার জন্য আবেদন করা যাবে। পাশাপাশি রিয়েল টাইমে আবেদনের অবস্থাও ট্র্যাক করার সুযোগ থাকবে। এর আগে বেশ কয়েক দিন সময় লাগতো প্রক্রিয়া শেষ করতে। কিন্তু এখন ২৪ ঘণ্টায় এই কাজ শেষ হবে।
অ্যাপটিতে মুখ শনাক্তকরণ, ডকুমেন্ট স্ক্যানিং এবং ছবি আপলোড করাসহ বিভিন্ন ফিচার রয়েছে। আবেদনকারীরা কোনও অফিসে না গিয়েই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। এতে অল্প সময়ের মধ্যেই দেশটিতে আন্তর্জাতিক পর্যটক ও ব্যবসায়ীরা সহজেই প্রবেশাধিকার পাবে।
পাকিস্তানের ভিসা ব্যবস্থাকে আরও ডিজিটালাইজ করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যা এরই মধ্যে ১৯২টি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। এই অ্যাপটি চালু হওয়ার পর ভ্রমণকারীরা তাদের মোবাইল ডিভাইস থেকে সরাসরি নোটিফিকেশন ও ভিসার অবস্থা সম্পর্কে জানাতে পারবে।
জানা গেছে, পাকিস্তান সরকার পর্যটন শিল্পকে আরও উন্নত করতে এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াটিকে সহজ করার লক্ষ্যে কাজ করছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে।
আগমনের পূর্বে আবেদনের জন্য এই অ্যাপটি সহায়তা দেবে। তবে অন্যান্য ক্ষেত্রে পিওভিএস ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
অ্যাপটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এটি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ও ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও ব্যবহারকারী-বান্ধব করে তোলার মাধ্যমে পাকিস্তানের পর্যটন ও ব্যবসায়িক সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
বিডি প্রতিদিন/একেএ