মোবাইল ফোন অপারেটর রবি ও বাংলালিংক ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট সেবা চালু করতে যাচ্ছে। এই লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্সের জন্য আবেদন করেছে। রবি ‘স্মার্ট পে’ এবং বাংলালিংক ‘নিউ পিএসপি’ নামে পৃথক কোম্পানি গঠন করে গত বছরের ডিসেম্বরে আবেদন জমা দেয়। বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে আবেদন যাচাইবাছাই চলছে এবং সব আনুষ্ঠানিকতা শেষে আগামী জুলাই মাসে তাদের প্রাথমিক অনুমোদন (এনওসি) দেওয়া হতে পারে। এনওসি পাওয়ার পর শর্ত পূরণ করলেই প্রতিষ্ঠান দুটি পূর্ণাঙ্গ পিএসপি লাইসেন্স পাবে। রবি ও বাংলালিংকের কর্মকর্তারা জানান, তারা সাধারণ পেমেন্ট সেবার বাইরেও ভিন্নধর্মী সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও সহজে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা পৌঁছে দিতে চান। ক্যাশলেস লেনদেনের প্রতি গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান দুটি এজেন্ট ভিত্তিক কার্যক্রম পরিচালনার চিন্তা করছে, যার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পৃথক অনুমোদন নিতে হবে। ডিজিটাল ওয়ালেট পরিচালনার পূর্ণাঙ্গ লাইসেন্স পেতে হলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে : প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ২০ কোটি টাকায় উন্নীত করে তা বজায় রাখা। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন। তথ্য ও প্রযুক্তি নিরাপত্তা সংক্রান্ত মানদণ্ড মেনে চলা। সফটওয়্যারের গুণগত মান ও দুর্বলতা মূল্যায়ন সম্পন্ন করা। সুনির্দিষ্ট ডেটা ব্যাকআপ নীতিমালা প্রণয়ন ও কার্যকর করা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘রবি ও বাংলালিংক যথাযথ কাগজপত্র দাখিল করেছে। যাচাই শেষে শিগগিরই তারা এনওসি পাবে।’ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ, রিকারশন ফিনটেক, সমাধানসহ মোট ৯টি প্রতিষ্ঠান পিএসপি লাইসেন্সপ্রাপ্ত। রবি ও বাংলালিংক অনুমোদন পেলে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন আর্থিক খাত-সংশ্লিষ্টরা।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
রবি ও বাংলালিংকের ডিজিটাল ওয়ালেট অনুমোদনের অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর