মামলা করায় ময়মনসিংহের কালীবাড়ি রোড এলাকায় এক নারী নৃত্যশিল্পীকে প্রকাশ্যে হেনস্তা, মারধর ও অপমানের ঘটনা ঘটেছে। সমাজমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, বুধবার এলাকার কয়েকজন চিহ্নিত দুর্বৃত্ত ওই নারী শিল্পীর ওপর হামলা চালায়। তারা তাকে মারধর করেন, চুল কেটে দেন এবং মুখে কালি মেখে প্রকাশ্যে অপমান করেন।
এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করে আইনের আওতায় আনার দাবি করেছে।
ভুক্তভোগী নারী আসককে জানান, এর আগেও একই চক্র তার সন্তানের অপহরণের সঙ্গে জড়িত ছিল। সে ঘটনায় মামলা করার পর জামিনে মুক্তি পাওয়া আসামিরা প্রতিশোধ নিতে তার ওপর এই বর্বর নির্যাতন চালায়।
আসক বলেছে, এ ধরনের ঘটনা শুধু একজন নারীর ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের সংবিধানে প্রতিশ্রুত মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। যা দণ্ডনীয় অপরাধ।
আসক দাবি করেছে, ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী নারীর নিরাপত্তা, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।