হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এতে সব ধরনের ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়ে যায়। ঢাকার ফ্লাইটগুলো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতার পশ্চিমবঙ্গের দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে চরম ভোগান্তিতে পড়েন বিদেশগামী যাত্রীরা। বিমানবন্দরে গাড়ি প্রবেশ করতে না দেওয়ায় ভারী লাগেজ ও ব্যাগ নিয়ে হেঁটে টার্মিনালে ঢুকেন যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পরপরই বিমানের ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। একাধিক ফ্লাইট দেশ-বিদেশের অন্য বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়।
বিমানবন্দর সূত্র বলছে, বিকাল পৌনে ৪টার দিকে ২৬৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রী, কেবিন ক্রু ও পাইলটরাও বিমানে উঠে বসেছিলেন। ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে সবাইকে নামিয়ে আনা হয়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা চরম ভোগান্তিতে পড়েছেন। কামরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আগুনের কারণে এখন চেকিং বন্ধ রয়েছে। কখন চেকিং শুরু হবে কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলেনি।
আরেক যাত্রী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে৫৮৭ আমার ফ্লাইট ছিল। সেই ফ্লাইট রাত ৩টায় করা হয়েছে। পরিবার নিয়ে এখন কোথায় যাব। হিমালয় এয়ারলাইনসের একটি ফ্লাইট ১৮০ জন যাত্রীসহ বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে সেটিকে নেপালে ফেরত পাঠানো হয়েছে। দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট করাচি বিমানবন্দরে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে বিদেশগামী অনেক যাত্রীকে লাগেজ ও ব্যাগ নিয়ে হেঁটে প্ল্যাটফর্মে যেতে দেখা যায়।
ঢাকার ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে : গতকাল বিকাল পর্যন্ত ঢাকার উদ্দেশে আসা ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ৮টি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। যার মধ্যে ৬টি আন্তর্জাতিক রুটের এবং দুটি অভ্যন্তরীণ রুটের। এদিকে সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল বিকাল ৩টা ৩১ মিনিটে বিজি-৩৪০ নম্বর ফ্লাইটটি ৩৯৬ জন যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
কলকাতায় অবতরণ : ঢাকাগামী কয়েকটি যাত্রীবাহী বিমান পশ্চিমবঙ্গের দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এর মধ্যে রয়েছে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট। অন্যটি চেন্নাই থেকে ঢাকাগামী ইন্ডিগো এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট। কলকাতা বিমানবন্দর সূত্রে এ খবর জানা গেছে।