বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি শিক্ষকদের মাঠ ছাড়ার আহ্বান না দিয়ে আন্দোলনে দৃঢ় থাকার কথা বলেন এবং জানান, এনসিপি তাদের পাশে রয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে উপস্থিত থেকে সমর্থন জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সামান্তা শারমিন।
সামান্তা শারমিন বলেন, 'সংবিধান নিয়ে ঐক্যমত্য কমিশন অনেক বোঝাপড়া করতেছে। আমরা কমিশনে বোঝাপড়া করতে চেয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে। আমরা এগুলা নিয়ে বোঝাপড়া করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ভাগবাটোয়ায় বসিয়ে দেওয়া হয়েছে। এনসিপি তো ভাগবাটোয়ারায় যায় নাই। ভাগবাটোয়ারার স্বাক্ষর তো কালকে হয়েছে। আমরা বলছি সব নাগরিকের কাছে যদি উন্মুক্ত করা না হয়, সামনে তাদের দিনে কী আসতেছে সেটার মধ্যে এনসিপি স্বাক্ষর করবে না। এভাবে করে সব নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা যেকোনো যৌক্তিক দাবির পাশে থাকতে বাধ্য। এটা আমরা রাজনৈতিক দল হিসেবে বোধ করি। কিন্তু বাকি রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা আপনারা নাও দেখতে পারেন। এতে আশা হত হওয়ার কোনো কারণ নেই।'
তিনি আরও বললেন, 'যারা সত্য ও ন্যায়ের পথে থাকবে তারা যে এক সময় বিজয়ই হবে তা ১৫ বছরের পরে আমাদের ২ হাজার মানুষ হারায়ে, ৫০ হাজার মানুষ অঙ্গহানি হওয়ার পরে আমরা শিখছি। এটা ভুলে যাওয়া যাবে না।'
এই নেত্রী বলেন, 'নতুন একটি রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা কোনভাবেই ক্ষুন্ন হবে না। শিক্ষকদের মর্যাদা কোনভাবেই ক্ষুন্ন হবে না। শিক্ষাকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো যাবে না। আপনারা মাঠ ছাড়বেন না আমরা আপনাদের সঙ্গে আছি।'
বিডি প্রতিদিন/মুসা