ভারতের কাছে আরও একবার পরাজয় স্বীকার করেছে পাকিস্তান। গতকাল এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ উইকেটে পরাজিত হন সালমান আগারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ১৭১ রান করে। জবাবে ১৮.৫ ওভারে ১৭৪ রান করে জয় তুলে নেয় ভারত। গ্রুপ পর্বের লড়াইয়েও জয় পেয়েছিল তারা। টি-২০ ক্রিকেটে টানা চার ম্যাচে পাকিস্তানকে পরাজিত করল ভারত। সূর্যকুমার যাদবদের এ জয়ে সুবিধা হয়েছে বাংলাদেশের। সামনের দুই ম্যাচের যে কোনো একটা জিতলেই এশিয়া কাপের ফাইনাল খেলার সুযোগ আসবে টাইগারদের সামনে। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুর দিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। তবে খুব বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। ফারহান সর্বোচ্চ ৫৮ রান করেন দলের পক্ষে। তিনি ৫টি চার ছাড়াও ৩টি ছক্কা হাঁকান। ফখর জামান ১৫, সাইম আয়ুব ২১, হুসেইন তালাত ১০, নওয়াজ ২১, সালমান ১৭* ও ফাহিম আশরাফ ২০* রান করেন। ভারতের পক্ষে দুটি উইকেট শিকার করেন শিবম দুবে। এ ছাড়াও একটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। পাকিস্তান ২০ ওভারে ১৭১ রান করে ৫ উইকেট হারিয়ে। জবাব দিতে নেমে পাকিস্তানি বোলারদের তুলোধুনা করেন অভিষেক শর্মা ও শুভমন গিল। দুই ভারতীয় ওপেনার প্রথম উইকেটেই গড়েন ১০৫ রানের জুটি (মাত্র ৯.৫ ওভারে)। গিল ২৮ বলে ৪৭ রান করে ফাহিমের বলে বোল্ড হন। ম্যাচ সেরার পুরস্কার জয় করেন অভিষেক শর্মা।