বাংলাদেশের এসএমই খাতের সক্ষমতা এবং এসএমইর উৎপাদিত পণ্যের রপ্তানির বাজার বাড়াতে জাপানের সহযোগিতা চায় ঢাকা চেম্বার। গতকাল গুলশান সেন্টারে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়। জাপানের রাষ্ট্রদূত ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) দ্রুত স্বাক্ষরে আশাবাদী।
বৈঠকে তাসকীন আহমেদ বাংলাদেশের অটোমোবাইল, মেশিনারি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি লজিস্টিক, পাট ও পাদুকা, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, লজিস্টিক ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে জাপানের কারিগরি ও প্রযুক্তি সহায়তার ওপর জোরারোপ করেন।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশের ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে, তবে এটাকে কাজে লাগাতে সামগ্রিক শিল্পকাঠামোর বহুমুখীকরণের পাশাপাশি সরকারি সেবা প্রদানে দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রদূত জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের অধিকতর সম্প্রসারণের দুই দেশের মধ্যকার ইপিএ স্বাক্ষরের লক্ষ্যে ৭ম সভা সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত হয় এবং প্রয়োজনীয় সংলাপের মাধ্যমে দ্রুত এটি স্বাক্ষরিত হবে, যা দুই দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে।