নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আল্লাহ ছাড়া নির্বাচন আর কেউ ঠেকাতে পারবেন না। আগামী রমজানের আগের এ নির্বাচনে অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দেবেন দেশের জনগণ।
দীর্ঘ ১১ বছর পর গতকাল নেত্রকোনায় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম প্রমুখ।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন ‘বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না, বন্ধু থাকবে। যারা এদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল তাদের ঠাঁই হয়েছে সেই আশ্রিত রাজ্যে। এটাই বাংলাদেশের ইতিহাস। মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে এদেশ থেকে কেউ চাইলে গণতন্ত্রকে বিলুপ্ত করতে পারবে না।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হলো, তার মধ্য দিয়ে আন্দোলন গণআন্দোলনে পরিণত হলো। আমরা সেই আন্দোলনে সক্রিয়ভাবে সহায়তা করলাম, স্বীকৃতি দিলাম, অংশগ্রহণ করলাম। যার কারণে বিএনপির চার শতাধিক নেতা-কর্মী, সমর্থক জীবন দিল এই গণতান্ত্রিক সংগ্রামে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। সেই ছাত্র গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শক্তির চির উৎখাত হলো। তারা পালিয়ে যেতে বাধ্য হলো, তারা আশ্রয় নিল তাদের আশ্রয়দাতার রাজ্যে।