চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার ২৭ মিনিট পর ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে ফের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। গতকাল সকাল ৮টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ফ্লাইটটি ২৮৭ যাত্রী নিয়ে উড্ডয়ন করার পর যান্ত্রিক ত্রুটি দেখা যায়। পরে যাত্রীদের নিয়েই নিরাপদে অবতরণ করে। এরপর যাত্রীদের অন্য একটি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় শাহ আমানতে অবতরণ করে। ২৮৭ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। নোয়াখালীর উড়িরচরের কাছাকাছি গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফের চট্টগ্রামে ফিরে আসে। যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করে। পরে সকাল ১০টা ৫০ মিনিটে অন্য একটি ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।