তহবিল স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ২০টি অঙ্গরাজ্য।
স্কুল পরবর্তী ও গ্রীষ্মকালীন কর্মসূচির জন্য তহবিল স্থগিত করায় তার প্রশাসনের বিরুদ্ধে ওই মামলা করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই কর্মসূচিতে ১৪ লাখ শিশু ও কিশোর অংশগ্রহণ করে। এদের মধ্যে একজন হলো এইডেন কাজারেস। শিশু, কিশোরদেরকে একাডেমিক বিষয়ে সহায়তা, এছাড়া নিন্মবিত্ত পরিবারগুলোতে শিশুদের যত্নে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা করে রাখে কংগ্রেস। তবে সম্প্রতি ওই তহবিল স্থগিত করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। রোডে দ্বীপে কোনওমতে গ্রীষ্মকালীন কর্মসূচি চালু রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্কুল পরবর্তী কর্মসূচীর ক্ষেত্রে এমন আশা করা যাচ্ছে না। ট্রাম্প যদি এভাবে তহবিল স্থগিত রাখে তাহলে কয়েক সপ্তাহের মধ্যে ওই কর্মসূচি বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে।
রিপাবলিকান নেতৃত্বাধীন এলাকাগুলোও ট্রাম্পের তহবিল স্থগিতের পদক্ষেপে প্রভাবিত হয়েছে। ১০০টি স্কুলের মধ্যে ৯১টিই রিপাবলিকান অধ্যুষিত এলাকায়। ওই স্কুলের মধ্যে ৫০টি ক্যালিফোর্নিয়া, পশ্চিম ভার্জিনিয়া, ফ্লোরিডা ও জর্জিয়াতে।
উল্লেখ্য, রিপাবলিকান কর্মকর্তারাও ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। সূত্র: এবিসি নিউজ, ইউএসএ টুডে, এপি
বিডি প্রতিদিন/একেএ