এফটিপির শিডিউল অনুযায়ী আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা ভারতের। দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে সূচি চূড়ান্ত করেছে। অথচ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে, সিরিজ খেলতে বাংলাদেশ সফরে নাও আসতে পারে ভারত। কারণ হিসেবে দেখানো হয়েছে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা। কিন্তু সফর নিয়ে দুর্ভাবনার কিছু দেখছেন না বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘এটা এফটিপির ট্যুর। এ ছাড়া দুই দেশের বোর্ড আলাপ-আলোচনা করেই সূচি চূড়ান্ত করেছে।’ বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম সিরিজের বিষয়ে আশ্বস্ত করেন, ‘ভারতীয় দল সফরে নাও আসতে পারে, এই ধরনের কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে।’ সূচি অনুযায়ী ১৭ ও ২০ আগস্ট যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে মিরপুরে এবং চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। ২৬ আগস্ট প্রথম টি-২০ চট্টগ্রামে, ২৯ ও ৩১ আগস্টে শেষ দুটি টি-২০ মিরপুরে অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যমে সিরিজ নিয়ে সংশয়ের কথা জানানোর কারণ, সাম্প্রতিক সময়ে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ছাড়াও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ছাড়া আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক শীতল। সিরিজের ভবিষ্যৎ নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় লিখেছে, ‘এ সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত)। কিন্তু এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি। ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ভারতের ঢাকায় আসার কথা ১৩ আগস্ট। শুধু সিরিজ নয়, এশিয়া কাপ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।