নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায়, আহতদের সুস্থতা ও শান্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে মদনপুরস্থ নাগিনা জোহা স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বিএনপির কেউ যদি জনগণের বিরুদ্ধে যায়, সম্পত্তি দখল করে বা চাঁদাবাজি করে, তাহলে তার জায়গা বিএনপিতে নয়—তার স্থান হবে জেলখানায়। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ। সবাইকে সচেতন হয়ে জনগণের পক্ষে ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে।’
বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, মহানগর বিএনপির সদস্য শাহীন আহমেদ, বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জামশেদ