ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে স্থানীয় ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ময়নাকে নৃশংস ও পাশবিকভাবে হত্যার পর তিন দিন পার হলেও পুলিশ এখনো প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ছাত্র-জনতা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনকারী ছাত্র ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন—রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান, আবু বক্কর সানি, শিবলি সাদিক, জামাল, ইমরান হাসান জুনিয়র, মোফাজ্জল ইসলাম, রোহন, অন্তর, রাসেল প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার বাসিন্দা ও বাহরাইনপ্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে মাইমুনা আক্তার ময়না। সে স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একটি মাদ্রাসার নূরানী বিভাগে পড়ত।
পরদিন রবিবার দুপুরে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/নাজিম