দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। তবে দুদক জানিয়েছে, এসব ডিজিএফআইয়ের প্রাতিষ্ঠানিক হিসাব, হামিদুল হকের ব্যক্তিগত নয়।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো হামিদুল হকের নয়। ডিজিএফআইয়ের চারটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানপ্রধানের নামে হওয়ায় করণিক ত্রুটির কারণে এগুলো ব্যক্তিগত ব্যাংক হিসাব হিসেবে অবরুদ্ধ হয়েছে। এটি একটি তথ্যসূত্রগত ত্রুটি, যা সংশোধন করা হবে।