বগুড়ার ধুনট উপজেলার ইছামতী নদীর তীর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল দুপুরে কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন জানান, ইছামতী নদীর তীরে ঘাস কাটতে গিয়ে একটি বাজারের ব্যাগ দেখতে পান এক নারী। ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখে তিনি চিৎকার দিয়ে স্থানীয়দের জড়ো করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা অবৈধ গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে ফেলে রেখে গেছে। এসআই মোস্তাফিজ আলম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’