রাজধানীতে পল্টন থানার গুলিস্তান শহীদ মতিউর পার্কের ভেতরের পুকুর থেকে ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ১১ বছর হতে পারে। তার পরনে ছিল নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ বলেন, মঙ্গলবার বিকেলে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে গুলিস্তান শহীদ মতিউর পার্কের ভেতরের পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তাদের ডুবুরি দ্বারা অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, প্রাথমিকভাবে জানা যায় আরও দুই শিশুর সঙ্গে পুকুরের পানিতে গোসল করতে নামে ওই শিশু। হয়তো সাঁতার না জানায় সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা আরও দুই শিশু সেখান থেকে চলে যায়। শিশুর পোশাক দেখে প্রাথমিকভাবে ধারণা করা যায় কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে। মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই