মধ্যপ্রাচ্যের উত্তেজনাময় পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। গতকাল পৃথক দুটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেহরান থেকে ৩২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল ভোরে এয়ার অ্যারাবিয়ার প্রথম ফ্লাইটে ২২ এবং সকাল ১০টায় দ্বিতীয় ফ্লাইটে আরও ১০ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। সূত্র জানান, ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ১ জুলাই ২৮ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যে ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল সরকারের। তবে সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে।
আর ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে নিজ উদ্যোগেই বাংলাদেশিরা ফিরতে পারবেন।
উল্লেখ্য, ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।