নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পারস্পরিক দূরত্ব থেকে আমাদের সরে আসতে হবে। জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ হওয়া এ সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সোমবার ঈদের দিন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নানা শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা। অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এই দিনে যেনতেনভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। আমরা কোলাকুলি করে সবাইকে আপন করে নিই। ঈদের এই শিক্ষা আমরা প্রত্যেকেই যেন মনে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি। এটা সমাজের মঙ্গল। সমাজের মঙ্গল যেন আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। পারস্পরিক দূরত্ব থেকে আমরা যেন সরে এসে জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে চলতে পারে। কারও ভয়ে ভীত হয়ে তাকে যেন চলতে না হয়। আমরা জাতির জন্য শান্তি চাই এবং সারা পৃথিবীর জন্য শান্তি চাই। সকলে ঐক্যবদ্ধ থেকেই আমরা দেশটাকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারব। এর আগে সকালে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ পড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখতে হবে। আমরা অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করব। বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠব। আমরা এই নতুন বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তুলব।