প্রায় সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, প্রথম মামলায় খোকনের বিরুদ্ধে ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৩টি ব্যাংক হিসাবে ১ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা সন্দেহজনক লেনদেন ও পাচার করে আমেরিকার নিউইয়র্কে বাড়ি কেনার অভিযোগ আনা হয়েছে। আর দ্বিতীয় মামলায় তার স্ত্রী রেজওয়ানা নূর ও খোকনকে আসামি করা হয়েছে। এই মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৫৬৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রীর ৩টি ব্যাংক হিসাবে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৮৪৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর খোকনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ৯ অক্টোবর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। অনুসন্ধানের ভিত্তিতে দুদক বলছে, খোকনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে।
আশরাফুল আলম খোকন ২০১৩ সালের ১৮ আগস্ট শেখ হাসিনার উপ-প্রেস সচিব পদে চুক্তিতে যোগ দেন। পরে বিভিন্ন সময় তার মেয়াদ ও গ্রেড বাড়ানো হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তার করা অব্যাহতির আবেদন গ্রহণ করে ছুটিতে পাঠানোর খবর পাওয়া যায়।