রিং পরানোর ৪৮ ঘণ্টা পেরিয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিম ইকবাল। গতকাল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হাঁটাচলা করেছেন। পরিবারের সঙ্গে কথা বলেছেন। এরপর রাতে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিমকে কেপিজে হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে তামিমকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন চাচা আকরাম খান। তিনি বলেন, ‘পৌনে ৭টায় আমরা কেপিজে হাসপাতাল ত্যাগ করি। এরপর অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসাপাতালে আসি। সঙ্গে তার স্ত্রী, ভাই নাফিস ইকবাল ও আমার পরিবার রয়েছে।’ রাত ১০টায় তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১১টায় তাকে দেখতে কেপিজে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ।
সোমবার বিকেএসপিতে মোহামেডান-শাইনপুকুর ম্যাচে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে তামিমের।