নির্বাচন করতেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বলে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দৃশ্যমান বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যাব। গতকাল বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নাহিদ বলেন, আমরা অনেক জায়গায় বলেছি, নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। একটি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান কিংবা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকার এনেছে। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে।
নাহিদ বলেন, একটি সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময় সীমার মধ্যে আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চাই। গণ অভ্যুত্থানের সঙ্গে আপস করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করব না বলে জানান নাহিদ। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতার হাত ধরে এসেছে। সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ছাত্রজনতার ঐতিহাসিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে নতুন রাজনৈতিক দল করেছেন জানিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল ও একটি নতুন রাজনৈতিক সূচনা।
এ সময় বরিশালকে জাতীয় নাগরিক পার্টির ঘাঁটি তৈরি ও নিজেদের ঐক্যের ওপর গুরুত্ব দেন নাহিদ। মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির তাসনিম জারা, মুজাহিদুল ইসলাম শাহীন, ডা. মাহমুদা আলম মিতু, আবদুল হান্নান মাসুদ, হাফেজ মাওলানা সানাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।