রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ চূড়ান্ত করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত গঠিত কমিটির সঙ্গে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠক শেষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দীন সাংবাদিকদের বলেন, ইউজিসি চেয়ারম্যান সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেছেন।
এ নাম চূড়ান্ত করা হয়েছে। কবে নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে জামাল উদ্দীন বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাস করে তবেই বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া শুরু হবে। পুরো শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর আগে কীভাবে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চলবে এমন প্রশ্নে জামাল উদ্দীন বলেন, চলতি বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনার্সে ভর্তি করা হবে। ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই সাত কলেজের কার্যক্রম চালাবে। এদিকে, গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালনায় এ কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। যিনি প্রশাসক নির্বাচিত হবেন, তার প্রতিষ্ঠান হবে সাত কলেজের হেডকোয়ার্টার। তিনি আরও বলেন, সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এ কলেজগুলোর সমন্বয়কদের নিয়ে ২৮টি টিম করা হয়েছে। এসব টিমের লিডারদের নিয়ে এই নাম দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে আছে। সাতটি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।