ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গণপরিবহনে সহিংসতার শিকার নারীদের সহায়তা করতে হ্যারেজমেন্ট ইলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপে দাখিল করা নারীর প্রতি সহিংসতার ঘটনা প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে।
গতকাল কারওয়ান বাজারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের পক্ষ থেকে আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান। ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশুদের ওপর যে কোনো ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রে এসব ঘটনার শিকার ব্যক্তিরা তা আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধাবোধ করেন। তা ছাড়া তাদের অভিভাবকরাও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন। তিনি বলেন, গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম। এ ছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনরাও উপস্থিত ছিলেন।