আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৯ বছর বয়সি সাবেক অধিনায়কের অবসরের ঘোষণায় বাংলাদেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ অধ্যায় শেষ। মাশরাফি বিন মর্তুজা খেলছেন না বহুদিন ধরে। সাকিব আল হাসানের সুযোগ মিলছে না দেশের পক্ষে খেলার। চ্যাম্পিয়নস ট্রফির আগে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তামিম ইকবাল। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান মুশফিকুর রহিম। এ পাঁচ ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর ভর করে বাংলাদেশের ক্রিকেট আজ একটি শক্তিশালী ভিত পেয়েছে। দেশের ক্রিকেটের সবচেয়ে ধ্রুপদি ব্যাটিং শিল্পী মাহমুদুল্লাহ গতকাল সমাজমাধ্যম ফেসবুকে অবসরের ঘোষণা দেন। ক্রিকেটকে বিদায় ঘোষণার বার্তায় লেখেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তার পরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ।’ অবসরের আগে মাহমুদুল্লাহ নিজ থেকেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালেই আলোচনার তুঙ্গে ছিল মাহমুদুল্লাহ ও মুশফিকের অবসরের বিষয়টি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ভারতের কাছে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল। বৃষ্টিতে পরিত্যক্ত হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি।
দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলেননি। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ রান করেন। এর পরই নেটিজেনরা তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে থাকেন। যদিও আগের চার ম্যাচে টানা হাফ সেঞ্চুরির ইনিংস ছিল তাঁর। ২০০৭ সালের ২৫ জুলাই কলম্বোয় শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাহমুদুল্লাহর। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদুল্লাহ ৫০ টেস্টে ২ হাজার ৯১৪ রান ও ৪৩ উইকেট নেন। ২৩৯ ওয়ানডেতে ৫ হাজার ৬৮৯ রান ও ৮২ উইকেট এবং ১৪১ টি-২০ ম্যাচে ২ হাজার ৪৪৪ রান ও ৪১ উইকেট নেন। বাংলাদেশের পক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিক ৪৭০ ও সাকিব ৪৪৭টি। মাহমুদুল্লাহ খেলেছেন ৪৩০টি।
মাহমুদুল্লাহ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করেন। তিনি মোট তিনটি সেঞ্চুরি করেছেন ওয়ানডে বিশ্বকাপে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন।